পৃথিবীর আলো বাতাস দেখার আগেই আমার গর্ভের প্রথম
ছেলে সন্তানটি মারা যায় , তার প্রায় দুই বৎসর পর আমার একটি
মেয়ে হয় । কন্যা সন্তানটিকে বুকে জড়িয়ে নিজেকে মনে হতে লাগল মানিক
বন্দ্যোপাধ্যায়ের ‘জননী’র সেই মা
। আবহমান বাংলার চিরায়িত সেই মায়ের রূপের ছটা আমার শিরায় উপশিরায় তরঙ্গায়িত হতে
লাগলো প্রতিটি মুহূর্তে ,আমাকে আমার মাঝে নতুন করে
আবিস্কার করার পুলকে আমি বিহব্লিত । চাঁদ ,তারা
,আলোর মধ্যেখানে আমার কন্যার
মুখটিই তখন আমার পৃথিবী । অথচ এই সুখের অনুভূতি ফিকে হয়ে যায় যখন দেখি চারপাশের
মুখের রং গুলি কালো । যারা পরম বন্ধু ,আত্মার আত্মীয় সেই
মানুষগুলো প্রায়শই বলতো , ‘ তোর মেয়ে হবে রে !’ । যেনো এক বিশাল বড় বিপদ আমার সামনে অপেক্ষা করছে , কালো মেঘের আভাস আমার ললাটে স্পষ্ট হয়ে উঠেছে সেই কারনেই আমার
ভালোবাসার মানুষদের কপালে চিন্তার ভাঁজের মাত্রাটাও মাত্রাতিরক্ত । লিঙ্গ বৈষম্যের
অদৃশ্য কালো দীঘির জল আমার বুকেও কি ছলাৎ ছলাৎ করে শব্দ করেনি । করেছে তো । আমি
সেই অদৃশ্য জলের নদীতে বৈঠা বেয়েছি নিরন্তর । বহু বছর পর কন্যার মুখে নিজের ছায়ার
রূপ দেখে আমি আপন মনে এক অলিখিত সনদে স্বাক্ষর করেছি ;আমার
নবজাতকের জীবনে গ্রহণের কালো ছায়া আসতে দিবো না । সে
শুনবে না কোন ও গোপন জলের শব্দ ।
নিজের ইচ্ছাশক্তিতে জানতে শিখেছি
প্রীতিলতার কথা , বেগম রোকেয়ার কথা , উপলব্ধি করেছি শহীদ জননী জাহানারা ইমাম , ফেরদৌসি
প্রিয়ভাষিণী সহ একাত্তরের নারীদের সংগ্রামি জীবনের বন্ধুর পথকে। ছুটে গিয়েছি
সীমানা ডিঙ্গিয়ে – রানী লক্ষ্মী বাই , ইন্দিরা গান্ধী , মাদার তেরেসা , ফ্লরেন্স নাইটিঙ্গেল , মাদাম কুরি , ভেলেনতেনা তেরেস্কোভা ,কল্পনা চাওলা , সুনিতা উইলিয়াম তাদের জীবনের আঙ্গিনাতে । ভেবেছি এরাই আত্মার পরম
আত্মীয় আমার । সমস্ত পৃথিবীটা ঘুরে এলে আমার এমন আত্মীয় অনেক ; কাকে রেখে কার কথা বলি। বললেও
বলা ঠিক ঠিক মতো হল কিনা , কতো কম ; কতো
বেশি হবে এ ভাবনায় মনকে শুধু তাড়িয়ে বেড়ায় । নারী একদিন যোগী সেজেছিলও ,সতীত্বের প্রমান দিতে রুপকথার নারীকে সমাজ ঘর থেকে বাইরে এনেছিলও ।
পুরুষের পাঁজরের হাড় থেকে তৈরি মানুষের লীলা সঙ্গী সেদিন তাই স্বামীর জীবন ফিরিয়ে
দিয়ে ইতিহাসে নারী জীবনকে জয় মাল্য পরিয়েছিল পরম আদরে । বাস্তবের নারী স্বর্গের
নর্তকী থেকে হয়ে গেলো পৃথিবীর ডাইনী ,সে আর বেহুলার মতো
জীবনের জয়মাল্য গলায় পরতে পারলো না । তার বদলে তাকে খাওয়ানো হলো আফিম ; স্বামীর পরলোক গমনে আফিমের গন্ধে নাক মুখ ডুবিয়ে জীবন্ত আগুনে পুড়ে
তাকেও করতে হল অগস্ত যাত্রা । আর বেঁচে গেলেও সে হল সেবাদাসি
, সে হলও লুটের
মাল , তাকে ভাগ করা যায় নানা ভাগে । তাকে নিয়ে শুরু হল যোগ বিয়োগের হিসাব । বহুমাত্রিক অপমান
,অনির্ধারিত নির্যাতন আর নিষ্পেষণে কখনো
সে অন্দরমহলের রঙ মঞ্চের নটি বিনোদনী , কখনো
ঘরের অলংকার; ফুলদানীর ফুল কেবল জীবন্ত নারী
সমাজের অভিশাপ । তবু কি নারী বসে আছে কষ্টের ভিতর ? যন্ত্রণার
যাঁতাকলে পিষ্ট হয়েই বন্ধুর পথের আলোকবর্তিকা হয়েছে এই নারীই । পৃথিবীর সবচেয়ে বড়
সত্যের আঁধার নারী শক্তির ভেতর থেকেই বেড় হল নারী জীবনের অস্তিত্বের লড়াই । জীবনের
সংগ্রামের পথই হল নারীর পরম বন্ধু । অস্তিত্বের দাবী নিয়ে নারী পথে নামলো ,সে
পুরুষের পাশে বসে ইট ভাঙে , রিক্সা চালায় ,হিমালয়ে যায় , এমনকি অসুর্যস্পর্শারা এখন
মহাকাশেও যায় মানুষের সমান দক্ষতায় । মহাকাশ থেকে ফিরে এসে দেশ চানালোর মহাশক্তিও
তার ভেতরে জন্মায় – সেকি কোন ভিন গ্রহের আশীর্বাদে ?
না কি পথের শক্তি থেকে একটু একটু করে সিঞ্চিত রস তার পরতে পরতে
জমে তাকে করে তুলল উর্বর , সে হলো মহাকালের সাক্ষী ।
কবির অভিযোগ ছিল বিধাতার কাছে নারীকে আপন ভাগ্য জয়
করিবার অধিকার তিনি কেনও দিলেন না , হায় সে বিধাতা
যে স্বর্গে নয় , মর্তে; কবি কি
তা জানতেন ? আর সে পুরুষ বিধাতা বিনা যুদ্ধে নাহি দিবে
সুচাগ্র মেদেনি । পুরুষ
যে জগতে যুগে যুগে এসেছে , প্রতিবার নারীকে কাঁদিয়েই এসেছে ।
তবু তার অহংকার সে পুরুষ।
যে পুরুষ নারীকে ডাইনি রুপে কল্পনা
করেছে সেই বংশলতিকা কখনই নারীকে ভালবাসেনি , শ্রদ্ধা করেনি ,
মানুষ ভাবেনি । যে পুরুষ নিজের সত্ত্বাকে শক্তির কাছে ম্লান
করেনি , নিজেকে আর নারীকে ভেবেছে পাশাপাশি মনুষ্য প্রকৃতি
সে যুগে যুগে ভেঙ্গেছে নারীর অর্গল , খুলেছে নতুন দুয়ার ।
নারী এতদিন ছিল পুরুষের পথের মঙ্গল দীপ ,এখন তার পথেও যে
কেউ একজন মঙ্গল দীপ জ্বালাবে সেই যুগ তো এসেছে । নারীর নব জাগরনের উৎসব হয় এখন ঘরে
ঘরে । মাতৃত্বের সত্যিকে মেনে নিয়ে একদিন নারী ভালোবেসেছিল গৃহ , সেই গৃহ তাকে বাষ্পীয় সম্মান দিয়েছে কিন্তু বাস্তব অধিকার দেয়নি । যখন
তার অধিকার আদায়ের সময় হল তখনই জানলোও সে শক্তির জোরে পৃথিবী পরাস্ত । এখন একই
পৃথিবীতে সে তার অধিকার আদায় করে নিয়েছে । পুরুষের বহু পিছনে দাঁড়িয়েও সে পৌঁছে
গেছে তার কাংখিত লক্ষ্যে। ইট ভাঙ্গা নারীর ঘর্মাক্ত হাত ,আর
নভোচারী নারীর কর্মের মহোৎসব মিলে যাক কাজের হোমযজ্ঞে । কর্মই নারীকে তার প্রাপ্য
সম্মান দিয়েছে।
যে মেয়ে শিশু আজ জন্ম নিল তাকে আমি দু’হাত
বাড়িয়ে বরণ করি পরম আনন্দে । তাকে আশীর্বাদ
করি যেন তার আগমনে ধরণীর ধুলি রঙিন হয়ে উঠে । সেই আনবে আরেক নতুন দিন । নতুন যুগের
শুভ সূচনা হোক তার পায়ের চিহ্ন এঁকে ।
লিখেছেন - সীমা কর
0 মন্তব্য:
Post a Comment