উপকরণ :
কাঁচের বাটি – ১টি , চা পাতার
পাউডার – ২ চামচ, মেহেদী পাউডার – ২ চামচ, মধু – ১ চামচ , লেবুর
রস – ১ চামচ
প্রণালী :
বাটিতে সব উপকরণ একসাথে ভালো করে মিশান ।
মেশানো হয়ে গেলে একটি প্যানে ১ কাপ পানি ঢালুন । তারপর পানি গরম হতে থাকলে
মিশ্রণটি প্যানে ঢেলে দিন । তারপর পানিতে মিশ্রণটি ২ মিনিটি ভালোভাবে নেড়ে ফুটতে
দিন । তারপর চুলা থেকে নামিয়ে একটি বাটিতে মিশ্রণটি ঢেলে নিন ।
ব্যবহার পদ্ধতি :
প্রথমে আপনার চুল ভালো করে শ্যাম্পু দিয়ে
ধুয়ে নিন – তারপর চুল তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিন – তারপর আপনার পুরো
চুলে মিশ্রণটি ভালো করে লাগিয়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন – তারপর ২০ মিনিট
পরে আবার চুলটি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন – এই প্যাকটি ব্যবহারের ফলে আপনার
চুল প্রাকৃতিক ভাবে ১/২ মাস চুল কালো ও সিল্কি থাকবে
0 মন্তব্য:
Post a Comment