বাক্য বিন্যাসে অটুটতা
বিনাশ নামায় ভাষা ও আমার ভিতর
’ওকে’ সম্বোধনে কখনও তুমি আনিনি
কেন যেন এই কাঁটা ঠোঁটে
হুল ফুটায়
বহু প্রহর ভেবেছি, চিন্তার আয়োজন হয়েছে বিপুল
তবু প্রস্তুতির চূড়ান্তে
শুধু প্রলয় নেমেছে
“হ্যালো, ‘আপনি’ কেমন আছেন”
নিজের অজান্তে বেফাঁস
পুরানো অভ্যাস
সেদিনও ‘ওর’ নিবিড়
প্রতীক্ষা-প্রত্যাশায় বাণ বিদ্ধ করেছি
চিঠিতে জানলাম ‘ওর’ হিম রোদনের আর্তি
আমি এখনও আনাড়ী সম্বোধনে
শেষবার যখন ব্যর্থ হলাম
বাক্য পরিবর্তনে
চোখের বৃষ্টি নামিয়েছে ‘ওর’ ঘুম
আর সেই চিঠি আমার বুকে
চেপে
নি:শ্বাস শুষে ম্রিয়মান
করছে
দলা পাঁকিয়ে যাচ্ছে বুকের
কোষ।
0 মন্তব্য:
Post a Comment