দুটি কবিতা
মাহী ফ্লোরা
১.
অতঃপর আপনাকে পাওয়া গেল প্রত্ন রোদের
ভেতর। আপনি ঘোরের বন থেকে বেরিয়ে হাত বাড়িয়ে দিলেন। জানলেন আমি এক নিঃসঙ্গ নদী। আপনাকে
জানালায় পেয়ে বলেছিলো গোপন বনেদী রাত, রোদ আর
জলে চিরদিন খেলা করে চিকচিক কুমারী। এখন
আপনার হাতে যেন সুদীর্ঘ চিঠি! আপনার শব্দ ক্ষমতা, আপনি পড়লেন সুরে। গাইলেন
এমন।যেন আপনার পাওনা হয়ে রইলো উষ্ণ চুম্বন। যেখানে চুম্বন কফির কাপে গলে গলে
গ্যাছে।
২.
এই যে একটি জটিল চিঠি এসে আমার ডাকবাক্সে
গড়ালো একাকি, কে তাকে রংধনু নামে পাঠালো!
আমার অপেক্ষা সেদিন আকাশ। আমার হৃদয় জুনের সমুদ্র। দিন গেলে রাত্রি হয় রাত্রি হয় রাত্রি হয়।
গড়াতে গড়াতে ছড়াতে ছড়াতে রাত্রি হয়। গভীর সুড়ঙ্গ পথ শেষে রাত্রি হয়। জলের ভেতর থেকে রাত্রি হয়। তুমি জানো চিঠিটা ভিজে গেছে। জল ভেজা জল বৃষ্টি আর সমুদ্রে সে চিঠি কে ভিজালো!
আমার অপেক্ষা সেদিন আকাশ। আমার হৃদয় জুনের সমুদ্র। দিন গেলে রাত্রি হয় রাত্রি হয় রাত্রি হয়।
গড়াতে গড়াতে ছড়াতে ছড়াতে রাত্রি হয়। গভীর সুড়ঙ্গ পথ শেষে রাত্রি হয়। জলের ভেতর থেকে রাত্রি হয়। তুমি জানো চিঠিটা ভিজে গেছে। জল ভেজা জল বৃষ্টি আর সমুদ্রে সে চিঠি কে ভিজালো!
0 মন্তব্য:
Post a Comment