Tuesday, February 27, 2018

অশ্রুকাব্য - অনন্যা গুপ্তা



যেন প্রভেদ নেই -
শীতলিত চোখের পাতা আর
কুয়াশাচ্ছন্ন শীতের প্রাতের ।
স্বপ্নের সিঁড়ি বেয়ে বেয়ে
সর্বভূক অমাবস্যার অন্ধকারে হাতড়ে বেড়াই
নীলৎপল চাঁদ ।
নিদাঘ রোদে রাজ পথের শরীর পোড়ে-
জ্বর আসে ।
থিওসফিস্ট হই, মুক্তি খুঁজি
তারপরেও তলিয়ে যেতে থাকি ।
জাহ্নবীর জলে  স্নান সেরেও যেন থিতিয়ে উঠি ।
বুকের অগ্নিগর্ভ তথাপি  আসমুদ্র উত্তাল 
পঞ্চমী তিথি ধূসর ছায়া ফেলে ।
নস্যি ভাবনার দুরন্তপনায় ।
গড়ি প্রতিমা, দেই নৈবেদ্য ,
করি মূর্তি পূজা ।
অন্তর্লীন বিষাদে পৃথিবী তার রং বদলায় ।
শুধু বদলায়না -
অবোধ বালিকার নিকোষ পূজাচ্চর্ণার 


( উৎসর্গ -  আমার  বাবাকে )

0 মন্তব্য: