Tuesday, February 27, 2018

আরোও তিনবার ব্যালন ডি অর জিততে চান রোনালদো!



একজন । ফুটবলার হিসেবে যা যা  অর্জন করা সম্ভব তার সবটাই অর্জন করেছেন তিনি । পাঁচটি ব্যালন ডি অর, দুটি ফিফা দ্য বেস্ট স্হ ব্যাক্তিগত অনেক পুরুষ্কার জিতেছেন।  দলীয় অর্জনে দুটি ক্লাবের হয়ে জিতেছেন ইউরোপিয়ন চ্যাম্পিয়নস্ লীগ। জিতেছেন ক্লাব বিশ^কাপ, লা লীগা ও ম্যানচেস্টারের হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লীগ। কোন ফুটবলার তার ক্যারিয়ারের এত কিছুর প্রাপ্তি ¯^প্নেও দেখে না কিন্তু খেলোয়ারটি যদি রোনালদো হয় তাহলে এত কিছু অর্জনের পরেও আরো পাওযার আশা করতেই পারেন। রোনালদো আরোও তিনবার ব্যালন ডি অর জিততে চান। অথচ কিছুদিন আগেও তার গোল খরা দেখে তার ক্যারিয়ারের শেষটা  অনেকে দেখে ফেলে ছিলেন। এমনও গুঞ্জন উঠেছিল রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করে দিয়ে নেইমারকে দলে ভেড়াচ্ছে। কিন্তু ৭ ম্যাচে ১০ গোল করে আবারো ¯^রুপে ফিরেছেন  এই পর্তুগীজ উইঙ্গার

কিভাবে সবাইকে চুপ করাতে হয় সেটা ভালো করেই জানেন তিনি। 


গোল ডট কমকে দেযা এক সাক্ষাৎকারে ৩২ বয়¯ক রোনালদো বলেন,
আমি কখনো ¯^প্নেও ভাবেনি যে আমি পাঁচবার ব্যলিন ডি অর জিতব। যদি কোন কারনে আমার ক্যারিয়ার এখনি শেষ হয়ে যায় তাতেও আমি খুশী থাকবো কিন্তু আমি যদি আরোও দুই কি তিনবার ব্যালন ডি অর জিততে পারি সেটা আমাকে আরো বেশী খুশী করবে। আমি ইতিমধ্যে পাঁচবার জিতেছি কিন্ত আমার আত্মবিশ্বাস ও যঠেষ্ট শক্তি রয়েছে এই পুরুষ্কারটি জন্য লড়াই করার। এটা নির্ভর করে আমরা বছরে কোন কাপ গুলো জয় করছি। আমি সবই জিতেছি যা আমি চেয়েছি। ”

এই বছরে রোনাদোর নেতৃত্বে পর্তুগাল রাশিয়ায় বিশ^কাপ খেলতে যাচ্ছে। যদিও পর্তুগালকে মোটেও ফেবারিট ভাবা হচ্ছে না তারপরেও রোনালদো আশাবাদী।

সত্যটা হচ্ছে আমরা ফেবারিট নই। ব্রাজিল, জার্মানী, স্পেন ও আর্জেন্টিনা হচ্ছে ফেবারিট কিন্তু ফুটবলে কিন্তু কোন কিছু অসম্ভব নয়।

আমাদের প্রথম লক্ষ্য থাকবে গ্রæপ পর্ব পার হয়ে নক আউট পর্বে খেলা। ” 

0 মন্তব্য: