আপনার পায়ের ভেতরে একটা বোমা আটকে আছে
এবং সেটা যেকোন সময় বিস্ফোরিত হবে -ভাবতে কেমন লাগছে ? নিশ্চয়ই সুথকর কিছু নয়। কিন্তু এই অদ্ভুদ ভয়ানক ঘটনাটি
ঘটেছিল গত বছর জানুয়ারী মাসে টেক্সাসের সান এন্টোনিওতে।ভদ্রলোক পায়ে আঘাত পেয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তাররা অন্যান্য `yN©Ubvi মত এটাকেও সাধারন
র্দুঘটনা ভেবে ছিলেন। রোগী জানালেন তার পায়ের উরুতে মর্টারের একটা টুকরো আছে। তড়িঘড়ি
করে এক্সরে করে দেখল সত্যিই পায়ের উরুতে একটি মর্টার আটকে আছে এবং যেটা যেকোন সময়ে
বিস্ফোরিত হতে পারে।
সান এন্টোনিও মিলিটারী মেডিকেল সেন্টারের
চিকিৎসক ডাঃ লেন থট বলেন “ আমরা সবাই চেষ্টা
করছিলাম মাথা ঠান্ডা রেখে চিকিৎসা করতে যদিও সমযটা ছিল খুবই উদ্বেগের।” ৪৪ বছরের রোগীটি জানান যে “ আমি একটি রকেটকে শুন্যে সিক্ষেপ করার
চেষ্টা করছিলাম।কিন্তু এটা কাজ করছে না দেখে সামনে এগিয়ে যাই তখনি এটা বিস্ফোরিত হয়ে
এর একটি অংশ আমার পায়ের ভেতরে ঢুকে পরে।”
চিকিসৎকেরা অন্যান্য রোগীদের অনত্র সরিয়ে
ফেলেন। বোমাটি তখনো তাজা ছিল একটু ভূল হলেই সেটা বিস্ফোরিত হয়ে ভয়ানক কিুছু হয়ে যেতে
পারে। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকগন ততক্ষনাৎ বোমা নিস্ক্রিয়কারী দল Explosive
Ordnance Disposal (EOD) এর সাথে যোগাযোগ করেন।নিস্ক্রিয়কারী দলটি ক্ষত স্খানটিতে
প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলার civgk© দেন যাতে বোমাটি নিস্ত্রিয় হয়ে যায় পাশাপাশি
বৈদ্যতিক কোন যন্ত্র ব্যবহার করতে নিষেধ করে কারন এতে করে বোমার টিস্যুগুলো উত্তপ্ত
হয়ে যেতে।অবশেষে `xN© অপারেশনের মাধ্যমে চিকিৎসকগন সফলতার সাথে রোগীর পা
থেকে মর্টার সেলটি বের করে আনতে সক্ষম হন।
0 মন্তব্য:
Post a Comment